রং খেলার সময় কী কী করবেন আর কী কী করবেন না? দোকানের কেনা ক্ষতিকর কেমিকেল সম্পন্ন রঙের পরিবর্তে ভেষজ রং ব্যবহার করুন রং খেলার আগে মুখে, গলায়, হাতে সানস্ক্রিন ব্যবহার করে নিতে ভুলবেন না রং খেলার আগে সারা শরীরে ভালো করে তেল মেখে নিন প্রচুর পরিমাণে জল খেতে হবে শরীরে জলীয়ভাব বজায় রাখার জন্য হাতের কাছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন, রং খেলা হয়ে গেলে দ্রুত স্নান করে নিন চোখে যাতে কোনওভাবেই রং না লাগে সেদিকে খেয়াল রাখুন বাচ্চাদের সঙ্গে সঙ্গে থাকুন জল রং ভরা বেলুন নিয়ে খেলা থেকে ওদের বিরত রাখুন জল সহযোগে রং খেলার সময় স্মার্টফোন সঙ্গে রাখবেন না রং তোলার জন্য কেরোসিন তেল ব্যবহার করবেন না ভুলেও