বসন্তে সারা ভারত রঙিন হয়। তার সঙ্গেই রঙিন হয় মথুরাও। উত্তরপ্রদেশের মথুরাতে হোলির আগেই শুরু হয়ে যায় রঙের উৎসব। এক মাসেরও বেশি সময় ধরে চলে রঙের এই উৎসব। বিভিন্ন মন্দিরে চলে রং খেলা। রংভরনি একাদশীর দিন থেকে শুরু হয় এই উৎসব। বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় দোলখেলা। সারা ভারত থেকে আসেন উৎসাহীরা। বিদেশ থেকেও ভিড় জমান পর্যটকরা। বিভিন্ন ভাবে পালিত হয় এই উৎসব। লাঠ মার হোলি থেকে ফুলো কি হোলি। হরেকরকম নাম। রঙে-নাচে-গানে মুখর হয়ে ওঠে বাঁকেবিহারী মন্দির। ভিড় জমান সারা দেশের লোক। নানা রঙের আবির-রংয়ে ঢেকে যায় গোটা এলাকা। উৎসবের হাত ধরে মুছে যায় বিভেদও।