বলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে গতবছরই দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিয়ের পর প্রথম হোলি নিজেরাই হোলি স্পেশাল পার্টির আয়োজন করলেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনর হোলি পার্টিতে ব্যবহার করা হয়েছে হ্যাশট্যাগ #AnVikiRaasLeela হোলি স্পেশাল পার্টিতে একে অপরকে রাঙিয়ে দিলেন নববিবাহিত দম্পতি কখনও ভিকি জৈনকে দেখা যায় অঙ্কিতা লোখান্ডের গালে রং মাখিয়ে দিতে আবার কোনও ছবিতে দেখা যায় অঙ্কিতা রং মাখিয়ে দিচ্ছেন স্বামীর গালে গত ১৪ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ভিকি-অঙ্কিতা মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচতারা হোটেল বসেছিল তাঁদের বিয়ের আসর বিয়ের জন্য সোনালী লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা সঙ্গে ছিল মানানসই ভারী গয়না