মেষ রাশি
মোটের উপর ভাল কাটবে কালকের দিন। মিশ্র ফল। পরিবারে কারো বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অহেতুক বেশি কথা না বলাই ভাল কাল। ব্যবসায়ীরা, ব্যবসায় বেশি করে মনোনিবেশ করুন।


বৃষ রাশি
কাল লাভ হতে পারে। কর্মক্ষেত্রে প্রসন্নতা বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। সামাজিক কাজ যদি আপনি করেন, এলাকায় আপনার কাজের জেরে মান-সম্মান বাড়বে। অপরিচিত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন।


মিথুন রাশি
নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি ভাল। নতুন কাজে লাভ আসতে পারে। নতুন কিছু শুরুর আগে বাবা-মায়ের পরামর্শ অবশ্য নিন। নিজের বাকচাতুর্যে মানুষের মন জয় করতে পারবেন। জমিজায়গা কেনার জন্য কালকের দিন শুভ হতে পারে।


কর্কট রাশি
কালকের দিন ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে। কারো সঙ্গে বিবাদ হতে পারে কাল। বাকসংযম রাখা জরুরি। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল। দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধানে চলাফেরা করুন। কর্মক্ষেত্রে শুধুমাত্র নিজের কাজে মন দিন।


সিংহ রাশি
কালকের দিন কষ্টদায়ক হতে পারে। ভোগাতে পারে আপনার স্বাস্থ্য। ব্যবসায় সতর্ক থাকুন। টাকাপয়সা লেনদেন ও অধিক ব্যয় সম্পর্কে সতর্ক থাকা ভাল। সন্তানের বিষয়ে সন্তুষ্টি থাকবে।


কন্যা রাশি
কালকের দিন গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। কোনও বিষয় নিয়ে চিন্তান্বিত থাকতে পারেন কাল। কোনও বন্ধুর সহযোগিতায় সমস্যার সুরাহা হতে পারে। কথায় মিষ্টত্ব মান-সম্মান বাড়াতে পারে।