শনিদেবের সাড়ে সাতি নিয়ে সকলেই আতঙ্কে থাকেন। শনির সাড়ে সাতি মানে সাড়ে ৭ বছর। যে রাশির সাড়ে সাতি দশা চলছে তাদের জীবনে সাড়ে সাত বছর ধরে নানা ঝামেলা থাকে। এই পরিস্থিতিতে একজন ব্যক্তিকে মানসিক, শারীরিক এবং আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। শাস্ত্র অনুসারে শনি সাড়ে সাতি দশার সময় হাড়, নাভি, বাহু, মুখ ও চোখের সংস্যা হতে পারে। সাড়ে সাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এর প্রথম প্রভাব একজন ব্যক্তির মুখে, যা ১০০ দিন অবধি স্থায়ী হয়। শনিদেবের এই প্রভাব পড়ে কোনও ব্যক্তির বাম বাহুতে । এই আঘাত খুব বেদনাদায়ক হয়। এই সময়ের মধ্যে, একজন ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়েন। মাথায় চিন্তা ঘোরে।