পিছিয়ে পড়েও কানাডার গডিনেজ গঞ্জালেসকে হারিয়ে কুস্তিতে সোনা সাক্ষী মালিকের

পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ হারিয়ে সোনা বজরঙ্গ পুনিয়ার

৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগে পাকিস্তানের ইনাম বাটকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া

মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে হার, রুপো জয় অংশু মালিকের

মহিলাদের ৬৮ কেজি বিভাগের রেপেশাসে টঙ্গার টাইগার লিলিকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরান

মিক্সড ডাবলস ইভেন্টেও প্রি-কোয়ার্টার ফাইনালে জয় মনিকা-সাথিয়ান জুটির

ব্যাডমিন্টনে সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

কুস্তিতে পুরুষদের ১২৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের রেপেশাস ম্যাচ জিতে ব্রোঞ্জ ভারতের মোহিত গ্রেওয়ালের

ব্যাডমিন্টনে পুরুষদের বিভাগেও দুরন্ত ছন্দে কিদাম্বি শ্রীকান্ত। পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফাইনালে ভারত। পুরুষদের পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলে দৌড়ে হিটে দু নম্বরে শেষ করে ভারত।