টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই করেছিলে ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা

তবে বল হাতে অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন হার্দিক পাণ্ড্য

কিং আউট হলেও কাইল মেয়ার্স দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলেন

হেটমায়ার-পাওয়েলের দৌরাত্ম্যে শেষ ৪ ওভারে ৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ, স্কোর ১৬৪/৫

ভারতের হয়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার ভুবনেশ্বর কুমার

ব্যাটিং ইনিংসের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রোহিত শর্মাকে

তবে শ্রেয়স ও সূর্যকুমার ৮৬ রানের পার্টনারশিপে পরিস্থিতি সামলে নেন

সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন

সূর্য আউট হলেও পন্থ শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে জয় এনে দেন

এদিন শ্রেয়স ২৪ রান করলেও ছন্দে ছিলেন না, যা ভারতের চিন্তা বাড়াবে