পরিবারের কারো উপস্বর্গ দেখা দিলে দ্রত নির্ভয়ে কোভিড টেস্ট করান। পরিবারে কারও কোভিড হলে, তাঁকে অন্য ঘরে রেখে চিকিৎসকের পরামর্শ নিন। কোভিড টেস্ট করাতে ভয় পাবেন না। দ্রুত জানলে দ্রুত চিকিৎসা হবে। কোভিড হয়েছ কিনা , নিশ্চিত হতে আরটি-পিসিআর করান। আগেও হলে এখন হবে না, এমন কোনও কথা নেই, তবে সম্ভাবনা কমে। স্যানিটাইজার ব্যবহার করুন। সাবান দিয়ে হাত দুয়ে নিন। এসি ঘর থেকে সাবধান। এসি ঘরে দ্রুত ছড়ায় এই ভাইরাস। কোভিড হয়ে গিয়ে থাকলেও আরও বেশি সতর্ক থাকুন। পোস্ট কোভিডে শরীরে প্রভাব পড়তে পারে, অন্য রোগ ধরতে পারে। কোভিড রুখতে অন্যতম অস্ত্র মাস্ক। এবং সেটা নাকের উপরেই রাখুন।