পর্দায় নতুন জুটি মধুমিতা-বিক্রমের, মুক্তি পেল 'কুলের আচার'-এর ট্রেলার গল্পের নায়িকা মধুমিতার পদবী পরিবর্তনকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির গল্প। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নীল প্রিন্টেড পোশাকে হাজির ছিলেন বিক্রম। ছবিতে মধুমিতার স্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। নতুন বিয়ে হয়ে আসা মধুমিতা ওরফে গল্পের মিঠি পদবী বদলাতে চায় না, আর শ্বশুরবাড়িতে তাই নিয়ে প্রবল আপত্তি ট্রেলারের প্রথমেই দেখানো হয়েছে, মধুচন্দ্রিমায় গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েন এই জুটি, কারণ? পদবী! বিয়ের দীর্ঘদিন পরে হঠাৎ নিজের বিয়ের আগের পদবী ব্যবহার করবেন বলে বাড়িতে ঘোষণা করে বসেন ইন্দ্রাণী। তারপর? ইন্দ্রাণীর বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে। ছবিতে তাঁর চরিত্রের নাম প্রাণোতোষ। সদ্য মুক্তি পাওয়া ট্রেলার অবশ্য বলছে শাশুড়ি-বৌমার এক মিষ্টি সম্পর্কের গল্প 'পদবীর পদাবলী'। একটা ছবির গল্প আবর্তিত হবে পদবীকে ঘিরে।