বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে কিংবা গবেষণার ইচ্ছে থাকলে প্রস্তুতি শুরু করতে হয় আগে থেকেই।
ABP Ananda
Image Source: Pexels, Pixabay

বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে কিংবা গবেষণার ইচ্ছে থাকলে প্রস্তুতি শুরু করতে হয় আগে থেকেই।

পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক। তারই মধ্যে অন্যতম IELTS
ABP Ananda
Image Source: Pexels, Pixabay

পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক। তারই মধ্যে অন্যতম IELTS

এই পরীক্ষার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা যায়। International Development- Program (IDP) in India-তেই নাম রেজিস্টার করা যাবে।
ABP Ananda
Image Source: Pexels, Pixabay

এই পরীক্ষার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা যায়। International Development- Program (IDP) in India-তেই নাম রেজিস্টার করা যাবে।

কিন্তু নাম নথিভুক্ত করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলি কী কী?
Image Source: Pexels, Pixabay

কিন্তু নাম নথিভুক্ত করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলি কী কী?

Image Source: Pexels, Pixabay

প্রথমেই www.ieltsidpindia.com- এই ওয়েবসাইটে লগ ইন করুন।

Image Source: Pexels, Pixabay

সেখানেই দেখতে পাবেন- Register for IELTS- একটি অপশন রয়েছে। সেখানে Test Type বেছে নিতে হবে। অ্যাকাডেমিক, জেনারেল এরকম আলাদা টেস্ট টাইপ রয়েছে।

Image Source: Pexels, Pixabay

দুভাবে পরীক্ষা দেওয়া যায়, অনলাইনে এবং অফলাইনে। কোন মাধ্যমে পরীক্ষা দিতে চান সেটা ওখানে বেছে নিতে পারেন।

Image Source: Pexels, Pixabay

ভারতের কোন শহরে পরীক্ষা দিতে চান সেই অপশনও পাবেন। সেটাও সুবিধামতো বেছে নিলেই Book Now অপশন আসতে, সেটা ক্লিক করুন।

Image Source: Pexels, Pixabay

একাধিক তারিখ ও সময়ের অপশন আপনি দেখতে পাবেন। তার মধ্যে যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা বেছে নিন। সেই সময়েই আপনার পরীক্ষা হবে।

Image Source: Pexels, Pixabay

পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি আপলোড করতে হবে। পরীক্ষার ফি মিটিয়ে দিলেই আপনার মেল অ্যাকাউন্টে সেই সংক্রান্ত তথ্য় ই-মেল হিসেবে চলে আসবে।