Image Source: Pexels, Pixabay

বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে কিংবা গবেষণার ইচ্ছে থাকলে প্রস্তুতি শুরু করতে হয় আগে থেকেই।

Image Source: Pexels, Pixabay

পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক। তারই মধ্যে অন্যতম IELTS

Image Source: Pexels, Pixabay

এই পরীক্ষার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা যায়। International Development- Program (IDP) in India-তেই নাম রেজিস্টার করা যাবে।

Image Source: Pexels, Pixabay

কিন্তু নাম নথিভুক্ত করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলি কী কী?

Image Source: Pexels, Pixabay

প্রথমেই www.ieltsidpindia.com- এই ওয়েবসাইটে লগ ইন করুন।

Image Source: Pexels, Pixabay

সেখানেই দেখতে পাবেন- Register for IELTS- একটি অপশন রয়েছে। সেখানে Test Type বেছে নিতে হবে। অ্যাকাডেমিক, জেনারেল এরকম আলাদা টেস্ট টাইপ রয়েছে।

Image Source: Pexels, Pixabay

দুভাবে পরীক্ষা দেওয়া যায়, অনলাইনে এবং অফলাইনে। কোন মাধ্যমে পরীক্ষা দিতে চান সেটা ওখানে বেছে নিতে পারেন।

Image Source: Pexels, Pixabay

ভারতের কোন শহরে পরীক্ষা দিতে চান সেই অপশনও পাবেন। সেটাও সুবিধামতো বেছে নিলেই Book Now অপশন আসতে, সেটা ক্লিক করুন।

Image Source: Pexels, Pixabay

একাধিক তারিখ ও সময়ের অপশন আপনি দেখতে পাবেন। তার মধ্যে যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা বেছে নিন। সেই সময়েই আপনার পরীক্ষা হবে।

Image Source: Pexels, Pixabay

পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি আপলোড করতে হবে। পরীক্ষার ফি মিটিয়ে দিলেই আপনার মেল অ্যাকাউন্টে সেই সংক্রান্ত তথ্য় ই-মেল হিসেবে চলে আসবে।