শিশুদের সঙ্গে বাবা-মায়ের ভাল সময় কাটানো প্রয়োজন
তাতে পারস্পরিক সম্পর্ক মজবুত হবে ও ছোটবেলার সুখের স্মৃতি থাকবে
কিন্তু, কীভাবে সন্তানদের সঙ্গে ভাল সময় কাটাবেন ?
সন্তানদের জন্য কিছু সময় বের করে নিন। তারপর তাদের নিয়ে লং ড্রাইভে চলে যান। দেখবেন, সেই সময় যেন সঙ্গে মোবাইল না থাকে। তাদের চিন্তার বিকাশ ঘটার সুযোগ দিন...
সন্তানকে জড়িয়ে ধরুন। সে যে বিশেষ একজন...এই অনুভূতি দিন
শিশুরা যদি চিন্তিত বা কোনও কারণে হতাশ থাকে, তাহলে আলিঙ্গনই সবথেকে কার্যকরী পথ হবে তাদের জন্য
সন্তানের পছন্দের খেলায় নিজেকে নিযুক্ত করুন
আপনি যদি নিজেকে সন্তানের পছন্দের খেলায় নিযুক্ত করতে পারেন, তাহলে দেখবেন সন্তান আত্মবিশ্বাস পাচ্ছে। তাদের এই অনুভূতিটা দিন যে আপনি তার ভাল লাগাকে প্রশংসা করছেন
সন্তানকে হোমওয়ার্ক বা স্কুলের প্রোজেক্ট করতে সাহায্য করুন
সন্তানকে নিয়ে প্রকৃতির কোলে ঘুরে বেড়ান। এই সময়ে সন্তান আপনার সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করতে পারে