চলতি বিশ্বকাপে ব্যাট হাতে আগুনে ছন্দে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতের সেমিফাইনালে ওঠার পিছনে বড় ভূমিকা দুই ব্যাটারের।

গ্রুপপর্বের ৯ ম্যাচে ৫৯৪ রান করে এখনও চলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি।

ক্রিকেট বিশ্বযুদ্ধের সেমিফাইনালে অবশ্য ট্র্যাক রেকর্ড ভাল নয় বিরাট কোহলির।

২০১১, ২০১৫ ও ২০১৯ তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাট করেছেন বিরাট।

কোনও বিশ্বকাপের সেমিতেই বড় রান পাননি বিরাট। ২০১১ বিশ্বকাপের সেমিতে ৯, '১৫ তে ১ ও '১৯-এ ও ১ রানে আউট হয়েছিলেন।

চলতি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন রোহিত শর্মাও। এই মুহূর্তে হিটম্যানের ঝুলিতে ৫০৩ রান।

ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার নজির গড়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে করেছিলেন ৬৪৮ রান।

বিশ্বকাপের সেমিফাইনালে অবশ্য ট্র্যাক রেকর্ড ভাল নয় রোহিত শর্মারও। তিনিও পাননি বড় রান।

দু'বার বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ২০১৫ সালে ৩৪ ও '১৯ বিশ্বকাপে মাত্র ১ রানে আউট হতে হয়েছিল।

বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাট হাতে আগের ব্যর্থতা বিরাট কোহলি ও রোহিত শর্মা কতটা কাটাতে পারেন, তার উপর অনেকটাই নির্ভর করবে ভারতের কাপভাগ্য।

Thanks for Reading. UP NEXT

দীপাবলি পালন করতে ধোনির বাড়িতে পন্থ

View next story