বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার শীর্ষে গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচে ৭১ উইকেট অজি কিংবদন্তি পেসারের।

বর্ণময় যে তালিকায় দুই নম্বরে মুথাইয়া মুরলীধরণ। ৩৯ ম্যাচে ৬৮ উইকেট শ্রীলঙ্কার স্পিন জাদুকরের ।

তিন নম্বরে রয়েছেন মিচেল স্টার্ক। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের আগের পর্যন্ত ২৫ ম্যাচেই এখনই তাঁর ঝুলিতে ৫৮ শিকার।

তালিকায় চার নম্বরে আরও এক শ্রীলঙ্কার কিংবদন্তি। লাসিথ মালিঙ্গা। ২৮ ম্যাচে খেলে তাঁর ঝুলিতে ৫৬ উইকেট।

পাঁচ নম্বরে ওয়াসিম আক্রাম। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেসার। ৩৬ ম্যাচে নিয়েছিলেন ৫৫ উইকেট।

শ্রীলঙ্কার তৃতীয় বোলার হিসেবে প্রথম দশে থাকা অপর নাম চামিন্ডা ভাস। ৩১ ম্য়াচে ঝুলিতে ৪৯ উইকেট।

ট্রেন্ট বোল্ট রয়েছেন সাত নম্বরে। চলতি বিশ্বকাপের সেমিফাইনালের আগে পর্যন্ত ২৬ ম্যাচেই ৪৯ শিকার নিউজিল্যান্ডের বাঁ হাসি পেসারের।

এই মুহূর্তে তালিকার আট নম্বরে মহম্মদ শামি। ভারতীয়দের মধ্যে শীর্ষে। বিশ্বকাপের ১৬ ম্যাচে ঝুলিতে ৪৭ টি উইকেট।

ভারতীয়দের মধ্যে প্রথম দশে থাকা দ্বিতীয় বোলার জাহির খান। ২৩ ম্যাচে খেলে জ্যাকের দখলে ৪৪ উইকেট।

জাভাগাল শ্রীনাথ তালিকার ১০ নম্বরে। বিশ্বকাপের মঞ্চে ৩৩ ম্যাচে ৪৪ উইকেট তাঁর ঝুলিতে।