১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ
করোনা আবহে জারি হচ্ছে কিছু নতুন নিয়ম-বিধি
সেই নিয়ম মানলে তবেই মিলবে মঠে ঢোকার অনুমতি
সকাল ৮টা থেকে ১১টা, বিকেল ৪ থেকে পৌনে ৬টা খোলা থাকবে মঠ
ভক্তদের প্রবেশে থাকছে, কিছু নতুন কড়া নিয়ম বিধি
থাকতে হবে করোনা ভ্যাকসিনের দুটি ডোজের সংশাপত্র
অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট
মঠে ঢোকার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে পরিচয়পত্রও
গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ
সেদিন করোনা বিধি মেনে মঠে ঢুকতে পেরেছিলেন দর্শনার্থীরা