এ যেন এক অন্যরকমের কবি-প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য। সঙ্গে সম্মান জানানো বাংলার প্রখ্যাত সাহিত্যিকদের। সহজপাঠের বিভিন্ন ছবিতে ভরে উঠেছে দেওয়াল। আঁকার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্যের পাশাপাশি সৌন্দর্যায়নের বার্তা। কবিগুরুর পাশাপাশি অন্যান্য সাহিত্যিকদের কথায় ও আঁকায় ভরে উঠেছে দেওয়াল। স্থান হাওড়ার ১০ নম্বর ওয়ার্ডে সালকিয়া হিন্দু স্কুলের কাছে ১৪ নম্বর গলি । এলাকার নান্দনিকতা বাড়াতে ও অন্যরকম কিছু করার বার্তা দিতে স্থানীয় এক সংগঠন এই কাজ চালাচ্ছে। প্রাথমিক পর্বের কাজের পর আরও দেওয়ার জুড়ে চলছে আঁকার কাজ। যা আগামী ২৫ বৈশাখ পর্যন্ত চলবে। আঁকার পাশাপাশি নর্দমার উপর একাধিক টব বসিয়ে সবুজায়নের চেষ্টা এলাকাজুড়ে। স্থানীয়রা যেভাবে সৌন্দর্যায়ন ও সাহিত্যিকদের শ্রদ্ধার্ঘ্যের পথ বেছে নিয়েছেন তা নজর কাড়ছে সকলেরই।