বড়দিনের আনন্দ ভাগ করে নিতে উলুবেড়িয়ার গড়চুমুক পর্যটন কেন্দ্রে সকাল থেকেই ভিড় রকমারি খাওয়ার, সঙ্গে কচিকাঁচাদের আনাগোনা, একেবারে পিকনিকের আমেজ বিশেষ দিনটি কি আর ঘরে বসে কাটাতে ভাল লাগে কারও তাই পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে সকাল থেকেই এই বিশেষ দিনে জমজমাট উলুবেড়িয়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র প্রতি বছরই এই দিনটি ও তারপর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে দেশে ফের বাড়ছে করোনা, তাই সব বিধিনিষেধ মেনেই পিকনিকের আয়োজন পুলিশের পক্ষ থেকে ক্যাম্প করে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শব্দ দূষণের কথা মাথায় রেখে বন্ধ আছে ডিজে বক্স বাজানো শীতের আমেজ গায়ে মেখেই বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক সঙ্গী সবার