মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি যাবে বন্দে ভারত এক্সপ্রেস ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে শুভ উদ্বোধন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার আরও একটি ট্রেন রাজ্যবাসীর বন্দে ভারত এক্সপ্রেস মাঝে থামবে মাত্র তিনটি স্টেশনে। বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোই স্টেশনে থামবে সপ্তাহে ৬দিন চলবে, শুধুমাত্র বুধবার বন্ধ ভোর ৫টা ৫৫-তে হাওড়া থেকে ছাড়বে এনজেপিগামী বন্দে ভারত বিকেল ৩টা নাগাদ এনজেপি থেকে ছাড়বে হাওড়াগামী বন্দে ভারত কবে থেকে নিয়মিত পরিষেবা, জানাবে রেল