মেঘালয়ে মমতার মুখে বাংলার উন্নয়নের খতিয়ান। 'অতুলনীয় পশ্চিমবঙ্গ', বলেন মমতা। 'মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই', হুঙ্কার অভিষেকের । 'মেঘালয়কে তার হৃত সম্মান ফিরিয়ে দিতে হবে' আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তাই মেঘালয় সফরে কর্মী সম্মেলনে মমতা।