আইফা ২০২২ এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যান্ড অ্যাওয়ার্ডস (আইফা) অনুষ্ঠান হবে আবু ধাবিতে। ২০ ও ২১ মে হবে অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে এই অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানানো হল।
আইফা ২০২২ এবার আইফার মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল, তানিষ্ক বাগচী, দেবী শ্রী প্রসাদরা। সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়েছে।
আইফা ২০২২ আইফার সাংবাদিক বৈঠকে ছিলেন সলমন খান, বরুণ ধবন, অনন্যা পাণ্ডে, আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর সইদ আল-ফজরি।
আইফা ২০২২ সলমন বলেছেন, ‘আমি সবসময় আইফার সঙ্গে যুক্ত। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি। তবে এবারের অনুষ্ঠান হচ্ছে আমার প্রিয় জায়গা, আবু ধাবির ইয়াস আইল্যান্ডে। সিনেমার মাধ্যমে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করব আমরা।’
আইফা ২০২২ সলমন আরও বলেছেন, ‘আইফা শুধু ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চই দেয়নি, বিশ্বের কোটি কোটি সিনেমাপ্রেমীর সঙ্গে সংযোগ স্থাপন করারও সুযোগ দিয়েছে।’
আইফা ২০২২ বরুণ বলেছেন, ‘আইফার সঙ্গে আমার কিছু মূল্যবান স্মৃতি জড়িয়ে আছে। আইফা ট্রফি স্পর্শ করা, আইফার মঞ্চে পারফর্ম করা আমার কাছে বিশেষ সম্মানের। এবার আমরা আবু ধাবি যাচ্ছি। এই শহর আমার প্রিয়।’
আইফা ২০২২ সইদ আল-ফজরি বলেছেন, ‘বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার চাহিদা রয়েছে। বাণিজ্যিক সাফল্যও পাচ্ছে ভারতীয় সিনেমা। এবার আইফা অনুষ্ঠান আয়োজন করার সুযোগ পেয়ে আমরা খুশি।’
আইফা ২০২২ আবু ধাবির ইয়াস আইল্যান্ডে এতিহাদ এরিনায় হবে এবারের আইফা অনুষ্ঠান। এতিহাদ এরিনা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় ইন্ডোর অনুষ্ঠান কেন্দ্র। সেখানেই হতে চলেছে ভারতীয় সিনেমার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আইফা ২০২২ ৮ মার্চ থেকে আইফার টিকিট বিক্রি শুরু হয়েছে। আইফার ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। যাঁরা আবু ধাবিতে এই অনুষ্ঠান দেখতে যেতে চান, তাঁরা ট্র্যাভেল প্যাকেজ নিতে পারেন।
আইফা ২০২২ ইয়াস আইল্যান্ড জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠছে। থিম পার্ক, মোটরস্পোর্টস, গলফ টার্ফ সহ বিভিন্ন আকর্ষণ রয়েছে এই দ্বীপের। সেখানেই এবার হতে চলেছে আইফা অনুষ্ঠান।