আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কে গৌথমের। ১৯৬.৮৮ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। কার্লোস ব্র্যাথওয়েট আইপিএলে খুব বেশি ম্যাচ খেলেননি। কিন্তু স্ট্রাইক রেটে দ্বিতীয়। ১৮৩.৭২। তালিকায় তিন নম্বরে আন্দ্রে রাসেল। ১৮১.৪২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তালিকায় চার নম্বরে লিউক রাইট। আইপিএলে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। কিন্তু স্ট্রাইক রেট ছিল ১৭৬.৬৭। শাহিদ আফ্রিদির একটি রেকর্ড দেখলে ঈর্ষাণ্বিত হবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা, আইপিএলে আফ্রিদির স্ট্রাইক রেট ১৭৬.০৯। তালিকায় ছ'নম্বরে জোফ্রা আর্চার। ইংরেজ তারকা ১৭৪.৭৬ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। আইপিএলে সুনীল নারাইনের স্ট্রাইক রেট ১৬৯.২২। তালিকায় সাতে বিস্ময় স্পিনার। ১৬৫.৫২ স্ট্রাইক রেট নিয়ে তালিকায় আট নম্বরে রয়েছেন বেন কাটিং। আইপিএলে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের কামরান আকমল। তাতে ১৬৪.১০ স্ট্রাইক রেটে রান করেছেন। পারভেজ মহরুফ ১৫৮.২৩ স্ট্রাইক রেটে রান করেছেন আইপিএলে। তালিকায় দশ নম্বরে তিনি।