ভালোবাসার দিনে তাজমহলে দেখা পাওয়া গেল কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননের দুই তারকা ভ্যালেন্টাইন্স ডে কাটালেন সেখানেই নেট দুনিয়ায় কার্তিক ও কৃতীর তাজমহলের ছবি ছড়িয়ে পড়তেই নতুন সম্পর্কের গুঞ্জন রটেছে নেটিজেনরা মন্তব্য করছেন যে, তাহলে কি প্রভাস নয় আসলে কার্তিকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন কৃতী? আর 'ধামাকা' অভিনেতাও কি তাঁর নতুন প্রেম খুঁজে পেলেন? জানা গিয়েছে, নিজেদের আগামী ছবি 'শেহজাদা'র প্রচারেই ভ্যালেন্টাইন্স ডে তাজমহলে কাটিয়েছেন কার্তিক ও কৃতী আগামী ১৭ ফেব্রুয়ারি ছবির মুক্তি। তার আগে দুই তারকাকে ভালোবাসার স্থানে রোম্যান্সে মজতে দেখা গেল আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন অভিনীত ছবি 'শেহজাদা' 'শেহজাদা' ছবিটি মূলত তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে আল্লু অর্জুনের জুতোয় পা গলিয়ে দর্শকদের কতটা মন জিততে পারেন কার্তিক, এখন সেটাই দেখার