Image Source: কার্তিক আরিয়ানের ইনস্টাগ্রাম, কর্ণ জোহরের ইনস্টাগ্রাম, সারা আলি খানের ইনস্টাগ্রাম

'কফি উইথ করণ' সিজন সেভেন-এ এমন কী হল যে এমন বললেন কার্তিক আরিয়ান?

সারাকে 'কফি উইথ করণ' সাম্প্রতিক সিজনে কর্ণ জোহর জিজ্ঞাসা করেছিলেন, 'তোমার প্রাক্তন, প্রাক্তন কেন?'

জবাবে সইফ-কন্যা বলেন, 'কারণ তিনি সকলের প্রাক্তন।'

সেই ইয়ার্কিই কি পছন্দ হয়নি কার্তিক আরিয়ানের?

'ভুলভুলাইয়া টু' অভিনেতাকে হালেই একটি সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে অদ্ভুত কথা বলতে শোনা যায়।

কার্তিককে জিজ্ঞাসা করা হয়েছিল, কোনও একটা বিষয়ের কথা বলতে যা নিয়ে তিনি গর্ববোধ করেন।

তারকার জবাব ছিল, 'আমি যে rapid fire শোয়ে এত বিখ্যাত, সেটাই সবচেয়ে ভাল লাগে।'

সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হতেই জল্পনা, তা হলে 'কফি উইথ করণ'-র প্রসঙ্গে এই কথা বললেন কার্তিক।

প্রথম বার 'কফি উইথ করণ' -এ এসে সারা বলেছিলেন, কার্তিকের সঙ্গে ডেট করতে চান।

এবার কিনা সেই অভিনেতাই 'প্রাক্তন'! মজা নিতে না পেরেই কি বিদ্রুপ কার্তিকের? জল্পনা নেটজগতে।