দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৩১০ রান করেছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার থালিয়া ম্যাকগ্রা ১৫৯.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ২৯৫ রান টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক ৯৯ রানের ইনিংস খেলেছেন সোফি ডিভাইন ১৪ উইকেট নিয়ে সোফি একলেস্টোন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক আরসিবির ব্যর্থতা সত্ত্বেও ৪২.১৬ গড়ে মোট ২৫৩ রান করে নজর কেড়েছেন এলিস পেরি মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত পারফর্ম করেছে ১৩ উইকেট নেওয়া বাংলার সাইকা এই সাফল্যের অন্যতম প্রধান কারণ সাইকার মতো অ্যামিলিয়া কেরও ১৩ উইকেট নিয়েছেন, পাশাপাশি ১০৩ রানও করেছেন তিনি তবে অন্তত পরিংসখ্যানের বিচারে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার হেইলি ম্যাথিউজ ব্যাটে ২৩২ রানের পাশাপাশি বল হাতে ১২টি উইকেটও নিয়েছেন তিনি