অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শুরুটা দারুণভাবে করল ভারত অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে মাত্র ১৮৮ রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস তিনটি করে উইকেট পান মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত ১৬ রানে ৩ ও ৮৩ রানে ৫ উইকেট পড়ে যায় সেখান থেকে দুরন্ত প্রত্যাঘাত কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজার অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ১০৮ রান যোগ করেন দুজনে রাহুল ৭৫ ও জাডেজা ৪৫ রানে অপরাজিত থাকেন, রান করার পাশাপাশি ২ উইকেট নেওয়ায় জাডেজা ম্যাচের সেরা হয়েছেন এ নিয়ে টানা ৮ ওয়ান ডে ম্যাচ জিতল ভারত