বিশ্বজুড়ে প্রতিবাদ

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ।

বার্সেলোনা

বার্সেলোনায় অ্যাডলফ হিটলার ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি তুলে ধরে বিক্ষোভে সামিল এক প্রতিবাদকারী।

টাইমস স্কোয়ার

নিউইয়র্কে টাইমস স্কোয়ারে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়ে সমাবেশ। টাইমস স্কোয়ার থেকে রুশ মিশন ও রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত মিছিলে হাঁটেন বিক্ষোভকারীরা।

টোরেন্টো

কানাডার টোরেন্টোতে ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ। ‘ইউক্রেনে পুতিনের আগ্রাসনে’র প্রতিবাদে বিক্ষোভ বার্তা নিয়ে সামিল হন প্রতিবাদকারীরা।

প্যারিস

প্যারিসেও বিক্ষোভ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ।

রোম

ইতালির রোমেও বিক্ষোভ। এই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে এই বিক্ষোভে সামিল হয়েছিলেন ফরাসি রাষ্ট্রদূত,জার্মান রাষ্ট্রদূত. ইউক্রেনের উপ-রাষ্ট্রদূত ও ইউরোপের অন্যান্য কূটনীতিকরা।

আগে থেকেই প্রতিবাদ

উল্লেখ্য, রুশ আক্রমণের আশঙ্কার পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইউরোপের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হয়। গত ২০ ফেব্রুয়ারি পোল্যান্ডে ইউক্রেনের পাশে দাঁড়তে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

লন্ডন

গত ২৩ ফেব্রুয়ারি লন্ডনে রুশ ফেডারেশনের দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

সিনোবো স্টেডিয়াম

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের পাশে দাঁড়াতে চেক প্রজাতন্ত্রের প্রাগের সিনোবো স্টেডিয়ামে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ ম্যাচ চলাকালে বার্তা সমর্থকদের।

জর্জিয়া

জর্জিয়ার টিবিলিসিতে ইউক্রেনে রুশ আক্রমণের বিরোধিতা করে বিক্ষোভ।

Thanks for Reading. UP NEXT

রোজ একটা করে এলাচ খান, পুষ্টিগুণে ভরপুর

View next story