চকোলেট মিল্কশেক তো অনেকেই খেয়েছেন। এবার তার সঙ্গে হেজেলনাট, ক্রিম মিশিয়ে দেখুন
তরমুজের রসের সঙ্গে মিশিয়ে দিন দুধ। ভাল করে মিক্স করলেই তৈরি ওয়াটেরমেলন মিল্কশেক।
স্ট্রবেরির স্বাদ পাওয়া যাবে মিল্কশেকেও। দুধে স্ট্রবেরি পাল্প ও চিনি মেশালেই তৈরি এই পানীয়। জুড়তে পারেন আইসক্রিমও।
সকালের জন্য আদর্শ। আমের শাঁস ও আনারসের জুড়ির সঙ্গে দুধ। ভরবে পেটও।
আমন্ড হাইপ্রোটিন। তার সঙ্গে কলা মিশলে বাড়বে পুষ্টিগুণ।
পেস্তা অত্যন্ত উপকারী। দুধের সঙ্গে পেস্তাবাটা মিশিয়ে তৈরি হবে জবরদস্ত এই রেসিপি।
অনেকের মাস্কমেলনের স্বাদ এমনিতে ভাল লাগে না। দুধের সঙ্গে মিশিয়ে শেক বানিয়ে খেলেই পাবেন অন্য স্বাদ।
খেজুরের পুষ্টিগুণ অসাধারণ। দুধের সঙ্গে খেজুরের শাঁস মিশিয়ে ব্লেন্ড করলেই তৈরি ডেট মিল্কশেক
নারকেলের দুধের সঙ্গে এলাচ মিশিয়ে চটজলদি তৈরি হবে এটি।
কফির সঙ্গে মিশবে দুধ। তার সঙ্গে রেড ভেলভেট মাফিন মিশিয়ে ভাল করে ব্লেন্ড করতে হবে।