২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ভারতে ২০০-র বেশি শহরে ৫জি পরিষেবা চালু হতে চলেছে।
ABP Ananda

২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ভারতে ২০০-র বেশি শহরে ৫জি পরিষেবা চালু হতে চলেছে।

এর পাশাপাশি আগামী বছর মার্চ মাসের মধ্যে ওড়িশার অন্তত চারটি শহরে ৫জি পরিষেবা চালু হবে।
ABP Ananda

এর পাশাপাশি আগামী বছর মার্চ মাসের মধ্যে ওড়িশার অন্তত চারটি শহরে ৫জি পরিষেবা চালু হবে।

ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও।
ABP Ananda

ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও।

এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।

এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।

এয়ারটেলের পাশাপাশি ভারতের নির্দিষ্ট কিছু শহরে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও।

জিও-র তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।

৫জি পরিষেবার মাধ্যমে এক সেকেন্ডে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০জিবিপিএস পর্যন্ত।

এয়ারটেল ৫জি- র মাধ্যমে ৩০৬এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ২৫.৪এমবিপিএস আপলোড স্পিড পাওয়া যাবে।

এয়ারটেল এবং জিও-র তরফে ৫জি সার্ভিস ভারতে চালু হলেও ভোডাফোন-ইন্ডিয়ার তরফে এখনও কিছু জানানো হয়নি।

এয়ারটেল এবং জিও ইউজাররা বর্তমানে যে সিম ব্যবহার করছেন সেখানেই ৫জি সার্ভিস পাবেন।