রবীন্দ্রজয়ন্তীতে বীরভূমের মুরারইয়ের জনসভা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'রাষ্ট্রগান' বিতর্ক থেকে গরুপাচার মামলা, নানা বিষয়েই বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 'বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে। ইডি বলছে, গরু পাচারে প্রত্যক্ষ মদত রয়েছে বিএসএফের। তা হলে অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করা হবে?' প্রশ্ন তাঁর এই মুহূর্তে গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। বন্দি কেষ্ট-কন্যা সুকন্যাও। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, 'সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতার করেছে।' 'অমিত শাহর ছেলের ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে। কেন তাঁকে গ্রেফতার করা হবে না?' বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, 'সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও কী করে গরুপাচার হয়?' পরে কটাক্ষ করেন অমিত শাহের 'রাষ্ট্রগান' মন্তব্য নিয়েও। 'স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রগান ও জাতীয় সঙ্গীতের পার্থক্য জানেন না', কটাক্ষ ছিল অভিষেকের। পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। সব মিলিয়ে মুরারইয়ের জনসভা ঘিরে হইচই।