সম্প্রতি জুহুতে 'গুড লাক জেরি' ছবির প্রচারে এসে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। এটি তাঁর কেরিয়ারের পঞ্চম ছবি। এখনও মুক্তি পায়নি ছবিটি। ২০১৮ সালে 'ধড়ক' ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন জাহ্নবী। প্রথম ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ইশান খট্টর। এরপর তাঁকে জোয়া আখতারের 'ঘোস্ট স্টোরিজ'-এ দেখতে পাওয়া যায়। মুক্তি পায় ২০২০ সালে। একই বছরে মুক্তি পায় 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবিটি। সেখানে তাঁকে পঙ্কজ ত্রিপাঠির মেয়ের চরিত্রে দেখা যায়। ২০২১ সালে মুক্তি পায় রাজকুমার রাও অভিনীত হরর কমেডি ঘরানার ছবি 'রুহি'। জনপ্রিয় হয় তাঁর 'নদিওঁ পার সজন' গানে নাচ। ২০২২ সালে তাঁর তিন তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে 'গুড লাক জেরি'র শেষ মুহূর্তের প্রচার চলছে। এরপর মুক্তির অপেক্ষায় 'মিলি' ও 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'। ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা 'বাওয়াল' ছবিটির। চলছে শ্যুটিং। ২০১৯ সালে 'সেরা নবাগতা অভিনেত্রী' ক্যাটেগরিতে জি সিনে অ্যাওয়ার্ডস পান জাহ্নবী।