বাড়তি চার্জ

জানুয়ারি মাস থেকেই এটিএম ব্যবহারের জন্য় বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

বিজার্ভ ব্যাঙ্কের অনুমতি

আরবিআই সমস্ত ব্যাঙ্ককে ২০২২-এর ১ জানুয়ারি থেকে এটিএমের চার্জ বৃদ্ধির অনুমতি দিয়ে দিয়েছে

কার্যকর ১ জানুয়ারি থেকে

আগামী ১ জানুয়ারি থেকে ফ্রি ট্রানজাকশনের থেকে বেশিবার এটিএম থেকে টাকা তুললে এই বাড়তি চার্জ দিতে হবে

কত হচ্ছে চার্জ?

এটিএমে ফ্রি লিমিটের বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশন ফি-তে ২১ টাকা প্লাস জিএসটি দিতে হবে

২০-র জায়গায় ২১

ফ্রি ট্রানজাকশনের থেকে বেশি টাকা তুললে বর্তমানের ২০ টাকার জায়গায় প্রতি ট্রানজাকশনে ২১ টাকা দিতে হবে

আরবিআই সার্কুলার জারি করে এই তথ্য জানিয়েছে

ফ্রি ট্রানজাকশন

গ্রাহকদের এটিএমে পাঁচটি ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়

মেট্রো শহর

মেট্রো শহরের বাসিন্দা ব্যাঙ্ক গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে তিনবার নিখরচায় লেনদেন করতে পারেন

অন্য শহর

অন্য শহরের গ্রাহকরা অন্য কোনও ব্যাঙ্কের এটিএমে প্রতি মাসে পাঁচবার ফ্রি ট্রানজাকশন করতে পারেন

সীমা সহ ফ্রি ট্রানজাকশনের সুবিধা বহাল রয়েছে