পড়াশোনা করে যে...গাড়িঘোড়া চড়ে সে। বাংলায় রয়েছে এই প্রবাদ। কিন্তু জীবনের সবক্ষেত্রে কি এই প্রবাদ মিলে যায়? উন্নতি করার জন্য পড়াশোনার অবশ্য়ই প্রয়োজন। কিন্তু এমনও অনেকে রয়েছেন যাঁরা তথাকথিত ডিগ্রি ছাড়াই প্রথিতযশা। বিল গেটস- (Bill Gates) ২ বছর পড়ে হার্ভার্ড ছেড়েছিলেন মাইক্রোসফট তৈরির জন্য়। এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। এলন মাস্ক (Elon Musk) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন, তাঁর প্রথম সংস্থা তৈরির স্বপ্ন নিয়ে। হার্ভার্ডের পড়ুয়া ছিলেন ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। তিনিও কলেজ ড্রপ-আউট। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ব়্যালফ লরেন (Ralph Lauren) নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির ড্রপ আউট। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবস রিড কলেজ মাঝপথে ছেড়েছিলেন। টেক-দুনিয়ায় তিনি লেজেন্ড। বিশ্ববিখ্যাত সফটঅয়্যার সংস্থা Oracle-এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনও দুটো বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট। ট্যুইটারের প্রতিষ্ঠাতা Jack Dorsey-ও পরপর দুটি বিশ্ববিদ্যালয় থেকে মাঝপথে পড়াশোনা ছেড়েছিলেন। Dell Technologies-এর প্রতিষ্ঠাতা Michael Dell টেক্সাস বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন। পরে তিনি এই সংস্থা তৈরি করেন।