চমক ছাড়াই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। হিলা ভোটের কথা মাথায় রেখে একগুচ্ছ ঘোষণা করলেন নির্মলা সীতারমন। নজরে রাখলেন আশাকর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদেরও। নির্মলা জানালেন, আয়ুষ্মান ভারত এই প্রকল্প সমস্ত আশা কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে। আয়ুষ্মান ভারত এই প্রকল্প প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আয়ুষ্মান কার্ড থাকলে কেউ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাওয়া হয় বিনামূল্যেই। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় পড়েন সারা দেশে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষরা। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হল ASHA-র ফুলফর্ম। সরকারের নানা ধরনের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সাধারণের কাছে পৌঁছে দেন আশা-কর্মীরা। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, সকলকে একটি কার্ড দেওয়া হয়, যা দেখিয়ে তারা হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা পেতে পারেন, ৫ লাখ টাকা পর্যন্ত।