বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৭ কোটি ৯০ লক্ষ টাকার হদিস পেয়েছে ইডি। ঘরের ভিতর থেকে শৌচালয়, টাকা ছড়িয়ে ছিল নানা জায়গায়। খবর ইডি সূত্রে। সূত্রের খবর, উদ্ধার হওয়া অর্থের মধ্যে ২ হাজারের নোটে আছে ৫০ লক্ষ টাকার বান্ডিল ৫০০-র নোটে উদ্ধার হয়েছে ২০ লক্ষের বান্ডিল দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার প্রায় ৫০ কোটি টাকা এতেই শেষ নয়। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি গয়নাও উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মোট ৬ কেজি ওজনের সোনা উদ্ধার হয়েছে। এর মধ্য়ে রয়েছে ১ কেজি ওজনের ৩টি সোনার বাট। পাওয়া গিয়েছে ৫০০ গ্রাম ওজনের ৬টি সোনার কঙ্কন। খোঁজ মেলে একটি সোনার কলম ও আরও গয়নার। সব মিলিয়ে গয়নার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা