নিজের ষষ্ঠ টেস্টেই ইংল্যান্ডের বিরুদ্ধে পূজারা ২০৬ রান করেন

২০১২ সালে পূজারার এই শতরানে ভর করে ভারত ম্যাচ জেতে

২০১৫ সালে ওপেন করে অপরাজিত ১৪৫ রান করেন পূজারা

শ্রীলঙ্কাকে ভারত ১১৭ রানে হারায়

২০১৮ সালে ইংল্যান্ডে ভারত টেস্ট সিরিজ জেতেনি বটে

তবে পূজারার ১৩২ রানের ইনিংস স্মরণীয় হয়ে আছে

একই বছর অজিভূমে এক ম্যাচে ১২৩ ও ৭১ রানের দুই ইনিংস খেলেন পূজারা

অজিভূমে এই বছরই ভারত প্রথম সিরিজ জেতে, পূজারা করেন সর্বোচ্চ ৫২১ রান

শেষ অজি সফরেও পূজারা ভারত ও হারের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ান

সিডনিতে ৫৬ ও ৭৭ রানের ইনিংসে ভারতকে ম্যাচ ড্র করাতে সাহায্য করেন পূজারা