Image Source: Mamata Banerjee Facebook

রাষ্ট্রপতি হওয়ার পর, প্রথমবার বঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে সোমবার তাঁর সংবর্ধনার ব্যবস্থা করল রাজ্য সরকার। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন রাষ্ট্রপতির হাতে ডোকরার দুর্গামূর্তি তুলে দেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও, দ্রৌপদী মুর্মুর হাতে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা।

রাষ্ট্রপতির সামনে, আদিবাসী নৃত্য়ের ছন্দে পা মেলাতে দেখা যায় মুখ্য়মন্ত্রীকে।

মুখ্য়মন্ত্রী ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

ছিলেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদাও।

আদিবাসীদের নৃত্যানুষ্ঠান দেখে উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে ওঠেন রাষ্ট্রপতি ও রাজ্য়পাল।

পরে রাষ্ট্রপতি মুর্মুর কাছে মুখ্যমন্ত্রী আর্জি জানান, 'গরিব জনসাধারণের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। '

প্রথমদিনই রাষ্ট্রপতির মুখে শোনা যায় 'জয় বাংলা' স্লোগান।

Thanks for Reading. UP NEXT

বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

View next story