ডাবল সেঞ্চুরি আগেই হয়েছে, এবার আড়াইশো পার করল মুরগির মাংসের দাম মেনুতে চিকেন থাকবে তো? পাতে প্রোটিনের জোগান নিয়ে এবার কি চিন্তা বাড়বে বাঙালির? যেভাবে মুরগির মাংসের দাম বাড়ছে তাতে ক্রেতার পকেটে টান ধরার উপক্রম কারণ দাম বাড়ছে মুরগির মাংসের গড়িয়াহাট বাজারে কাটা মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকায়। মঙ্গলবার কলকাতায় গোটা মুরগির পাইকারি দর ছিল ১৬০ টাকা। গত একমাসে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকার পাশাপাশি, পরিবহণ খরচ বাড়ায় তার প্রভাব পড়ছে মুরগির দামে।