Image Source: Mamata Banerjee Facebook

৩ দিনের সফরে আজ পূর্ব মেদিনীপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আজ ঠাকুরনগরের খেজুরি-১ অঞ্চলে সরকারি অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করেন।

একই দিনে রাজ্যবাসীকে মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

এদিন খেজুরির সভায় তিনি বলেন, 'অনেকদিন বাদে ভোটের পর সম্ভবত এখানে আবার এলাম।'

অনুষ্ঠানের ফাঁকে একাধিক খুদেকে কোলেও তুলে নেন মুখ্যমন্ত্রী।

সভাস্থলেই আঙুল তোলেন সিপিএমের দিকে।

তাঁর কথায়, 'একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএমের অত্য়াচারে মানুষ অত্য়াচারিত হতেন।'

বিঁধতে ছাড়েননি বিজেপিকেও। মনে করান, ওবিসি ছেলেমেয়েদের বৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

সঙ্গে অবশ্য বলেন,' আমি মেধাশ্রী করে দিয়েছি।'

তাঁর আশ্বাস, 'আমি খাদ্য়, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসাথী বন্ধ করব না। জল, রাস্তা তৈরি বন্ধ করব না।'