Image Source: pixabay

প্রোটিন, ভিটামিন, ক্যালশিয়ামের মতোই শরীরের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন খনিজ মৌল।

Image Source: pixabay

সেই খনিজগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আয়রন বা লৌহ। খাবারের মাধ্যমেই আমাদের দেহে আয়রন আসে।

Image Source: pixabay

কোনওভাবে আয়রনের ঘাটতি হচ্ছে কিনা তা কিছু উপসর্গ থেকে বোঝা যায়। সেগুলি কী কী?

Image Source: pixabay

ত্বক ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যাওয়া অন্য়তম উপসর্গ। আয়রনের অভাবেই ত্বক ফ্যাকাশে হয়ে যায়।

Image Source: পিটিআই

শরীর দুর্বল হয়ে যায়, আয়রনের ঘাটতি থাকলে, অল্প পরিশ্রমেই হাঁপ ধরে যায়। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়।

Image Source: pixabay

অসম্ভব ক্লান্তি আয়রনের ঘাটতির উপসর্গ। লোহার ঘাটতি হলেই অল্পতেই ক্লান্তি আসে।

Image Source: pixabay

মাথাব্যথা বা মাথা ঘোরানোর মতো সমস্যা হতে পারে। শরীরে পর্যাপ্ত আয়রন না গেলে এই উপসর্গ দেখা যায়।

Image Source: pixabay

চুলের স্বাস্থ্যের জন্য আয়রন প্রয়োজন। এই খনিজ মৌলের অভাবে চুল ও ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

Image Source: pixabay

জিভ ফুলে যাওয়া, সহজেই নখ ভেঙে যাওয়া, ঠিকমতো নখের বৃদ্ধি না হওয়া আয়রন ঘাটতির লক্ষ্মণ।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।