নিজের আচরণ নিয়ন্ত্রণে নজর দিন। ব্যবহারে নম্র্রভাব আনতে পারলে ভাল।

কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। সতর্ক থাকুন।

আর্থিক সঞ্চয় নিয়ে পরিকল্পনায় ব্যস্ত থাকতে পারেন।

নতুন কোনও ভাবনা মাথায় আসতে পারে। তাতেই ব্যস্ত থাকার সম্ভাবনা।

আইনি জটিলতা এড়িয়ে যেতে পারলে ভাল।

যুক্তিবোধে শান দিলে তা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনকেও তুষ্ট করতে পারে।

কয়েকদিন ধরে বাড়িতে কোনও সমস্যা চলছে? এদিন কমতে পারে, ভাল হতে পারে পরিস্থিতি।

কোনও সহকর্মী আপনার ঊর্ধ্বতনের কানে আপনার নামে কিছু 'গসিপ' করতে পারেন। সতর্ক থাকুন।

অফিসের নথিপত্র হাতের কাছে রাখুন। 'বস' হঠাৎ চাইতে পারেন।

কমবয়সি জাতকরা যে কোনও বাধা পেরিয়ে যেতে পারেন।

সহকর্মীরা পাশে নাও থাকতে পারেন।

চোখের কোনও সমস্যা হতে পারে। মোবাইল, ল্যাপটপ যথাসম্ভব কম ব্যবহার করলে ভাল।