সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (অতীতে ট্যুইটার)-র CEO ইলন মাস্ক যে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তা আর নতুন নয়। প্রযুক্তি-দুনিয়ার বিখ্যাত উদ্যোগপতির কাছে সবথেকে দামি ৭টি কী কী জিনিস রয়েছে, জানেন? প্রথমেই আসবে X সংস্থার কথা। এর আনুমানিক মূল্য ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। Tesla। এই সংস্থার আনুমানিক বাজারদর ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। SpaceX-র কথা ভুলে গেলে চলবে না। বাজার-বিশেষজ্ঞদের মতে, মাস্কের এই সংস্থার আনুমানিক মূল্য ৭ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। The Boring Company। এটির আনুমানিক বাজারদর ৫৭০ কোটি মার্কিন ডলার। The Gulfstream G650ER। বাকিদের নিরিখে বহু পিছিয়ে থাকলেও এর আনুমানিক বাজারদর সাড় ৬ কোটি মার্কিন ডলারের বেশি। Neuralink-ও মাস্কের বাকি সংস্থাগুলির নিরিখে 'পিছিয়ে'। এর আনুমানিক বাজারদর ৩৬ কোটি মার্কিন ডলারের কিছু বেশি, মত বাজার-বিশেষজ্ঞদের। তালিকায় থাকবে 'Solar City' সংস্থাটিও। মাস্কের এই সংস্থার আনুমানিক বাজারমূল্য সাড়ে তিনশো কোটি মার্কিন ডলার।