কীভাবে বুঝবেন আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি
আজ, ২৯ ডিসেম্বর, ২০২৩- এ কোন সোনার কত দাম, ২২ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে ? ২৪ ক্যারেট কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা- রইল একঝলকে
২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা, এই সোনা ১ গ্রামের দাম ৬৩১৭ টাকা
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে, এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬১০২ টাকা
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে, এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৭৪৮ টাকা
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৫০২৮ টাকা
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে দাম পড়বে ৭৪০৭৬ টাকা
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে
সোনা শুধু গয়নার জন্যই নয়, বিনিয়োগের জন্য়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেই বিনিয়োগের সময় ভরসা করেন সোনায়
সমস্ত দেখুন
আজ কতটা বাড়ল সোনার দর?
সোনার দামে স্বস্তি!
ফের মহার্ঘ সোনা, দাম বাড়ল রুপোরও
আরও কমল সোনার দাম