বিশ্বের সেরা সেতুগুলির মধ্যে রয়েছে গোল্ডেন গেট ব্রিজ। ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো ও মেরিন কাউন্টির মধ্যে অবস্থিত

সেতুটি গড়তে সময় লেগেছিল ৭ বছরের বেশি সময়। পর্যটকদের অন্যতম সেরা আকর্ষণ এই সেতু

এই তালিকার দ্বিতীয় নামটি হল লন্ডন টাওয়ার ব্রিজ

বিশ্বের অন্যতম সেরা নির্মাণ এই সেতুটি ১৮৮৬ সালে লন্ডনে গড়ে তোলা হয়। ২টি টাওয়ারকে যুক্ত করেছে এই সেতু

এই তালিকার তৃতীয় নামটি ইতালির ভেনিসের রিয়্যালটো সেতু।

পাথরের এই সেতুটি গ্র্যান্ড ক্যানালের উপর রয়েছে। ভেনিসের সেরা দর্শনীয় স্থানগুলির অন্যতম এটি

নিউ ইয়র্ক শহরে অবস্থিত ব্রুকলিন সেতুর কথা বলতে হয় এই তালিকায়

১৮৬৯ থেকে ১৮৮৩-র মধ্যে নির্মিত এই নির্মাণটি আমেরিকার পুরনো সেতুগুলির মধ্যে অন্যতম

ইতালির ফ্লোরেন্সের উপর অবস্থিত Ponte Vecchio ('পুরনো সেতু')-ও অন্যতম সেরা নাম এই তালিকায়

Ponte Vecchio সেতুর উপর থাকা বাড়ির আকারের দোকান ও স্টোরের জন্য জনপ্রিয় এটি।

Thanks for Reading. UP NEXT

গ্রাম বিক্রি আছে

View next story