বিশ্বকাপের নক আউটে ধোনি ১১টি ইনিংস তিন অর্ধশতরান করেছেন

প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কেক মোট সংগ্রহ ৩০৫ রান

হরমনপ্রীত ধোনির থেকে কম, সাত ইনিংস সমসংখ্যক অর্ধশতরান করেছেন

তাঁর মোট সংগ্রহ ৩১৮ রান।

মহিলা দলের অধিনায়কের ঠিক আগেই রয়েছেন পুরুষ দলের অধিনায়ক

নক আউটে নয় ইনিংসে একটি শতরানের সুবাদে মোট ৩৩৩ রান করেছেন রোহিত

'মাস্টার ব্লাস্টার' সচিন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন

সাত ইনিংসে চারটি অর্ধশতরানের সুবাদে তাঁর সংগ্রহ ৩৩৯ রান

বিশ্বকাপের নক আউটে ১০ ইনিংসে চারটি অর্ধশতরান করেছেন বিরাট

'কিংগ কোহলির' এই ১০ ইনিংসে মোট সংগ্রহ ৩৬১ রান