Image Source: PIXABAY

কাছের মানুষটির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, তাঁর পছন্দ-অপছন্দ সবসময় মাথায় ঘোরে।

কিন্তু এর মধ্যে কোথাও স্বকীয়তা হারিয়ে ফেলছেন না তো? কী ভাবে নিজের জগৎ, ভাল-লাগা, খারাপ লাগা ধরে রাখবেন?

প্রথমত, আপনার ও আপনার সঙ্গীর কিছুটা বন্ধু-পরিসর যেন আলাদা থাকে।

বহু ক্ষেত্রে সঙ্গীর ভাল-খারাপের কথা মাথায় রাখতে গিয়ে নিজের চাহিদা, প্রয়োজনগুলি পিছনে চলে যায়।

এমন করলে চলবে না। দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে।

ঘনিষ্ঠতা যতই হোক, প্রয়োজন মতো 'না' বলা জরুরি। সমস্ত সম্পর্কে যেমন সীমারেখা রয়েছে, তেমনই এখানেও সীমারেখা টানা দরকার।

সব সময় 'পার্টনার'-র সঙ্গে সময় কাটাতে হবে, এমন নয়।

ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় স্রেফ নিজের জন্য বের করে নিন।

এই একান্ত সময়ে নিজের প্যাশন, ভাল লাগাগুলির দিকে নজর দিন।

সম্পর্ক মানে স্বাধীন ও স্বতন্ত্র পরিচয় ধরে রেখে আর একজনের সঙ্গে এগিয়ে চলা। সে জন্য যা যা করণীয়, করতে হবে।