সহনশক্তি

বিভিন্ন কারণে মনোবল ও সহনশক্তি হারিয়ে ফেলেন অনেকেই। কী করে তা বাড়াবেন ?

যোগা বা ধ্যান নিয়মিত যোগা ও ধ্যানে মানসিক শান্তি মেলে। এর পাশাপাশি শারীরিক গঠনেও সাহায্য করে।

হাইড্রেটেড থাকুন

ডিহাইড্রেশনের প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে। মাথায় যন্ত্রণা ও আলস্যের কারণ। তাই পর্যাপ্ত পানীয় জল পান করুন। যাতে আপনার সহ্যশক্তি বাড়ে।

নিয়মিত শরীরচর্চা

সহনশক্তি বাড়ানোর অন্যতম পথ নিয়মিত শরীরচর্চা করা।

শরীরচর্চার ফল

নিয়মিত এক্সারসাইজ করলে শরীরের ক্লান্তি দূর হবে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

খাবারে নজর দিন নিজের স্ট্যামিনা বাড়াতে ভিটামিন বি১২, স্বাস্থ্যকর ফ্যাট, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মেলাটোনিন- সমৃদ্ধ খাবারে নজর দিন।

গান শুনুন গবেষণায় দেখা গেছে, গান শুনলে দীর্ঘক্ষণ ওয়ার্কআউট করা যায়। তাতে শারীরিক সক্ষমতাও বাড়ে।

পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরের বেশি চাপ বাড়িয়ে লাভ নেই। পর্যাপ্ত বিশ্রাম নিন ও রাতে ভাল করে ঘুমান। স্বাস্থ্যকর থাকার অন্যতম উপায় ঘুম।

প্রোটিনজীতয় খাবার খান পেশির স্বাস্থ্যের জন্য প্রয়োজন প্রোটিনজাতীয় খাবার। ডিম, মাংস ও দুগ্ধজাতীয় খাবারে নজর দিন।

গরম জল পান করুন

সকালে উঠে গরম জল পান করুন। দিনে একাধিকবার এটা করুন। গরম জল পান করলে মেটাবলিজম বাড়ে। তাতে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।