বিরাট কোহলির মঞ্চে উজ্জ্বল রজত পাতিদার

তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত রইলেন

মাত্র ৪৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন মধ্যপ্রদেশের ব্যাটার

নিলামে অবিক্রিত ছিলেন রজত

কোনও দল না নেওয়ায় শেষ পর্যন্ত রজতকে আরসিবি নিয়েছিল রিপ্লেসমেন্ট হিসেবে

লুভনিথ সিসোদিয়া ছিটকে যাওয়ার পর রজতকে দলে নিয়েছিল আরসিবি

সেঞ্চুরির পর রজত বলেন, ‘ভাল লাগছে যে, আমরা এই বিশাল রান করতে পেরেছি। দারুণ পিচ।’

রজত বলেন, ‘সেঞ্চুরির কথা ভেবে খেলিনি। শুধু চেষ্টা করছিলাম যত বেশি রান করা যায়।’

সহবাগ, ওয়াটসন, ঋদ্ধিমান ও বিজয়ের পর পঞ্চম ক্রিকেটার হিসাবে প্লে অফে সেঞ্চুরির নজির