বিভিন্ন গ্যাজেটের মতো স্মার্টফোনও নির্দিষ্ট সময়ান্তরে পরিষ্কার করা প্রয়োজন। এই স্মার্টফোন পরিষ্কার করার সময় বেশ কিছু দিকে নজর রাখতে হয়। কখনই চার্জে ফোন রেখে তা পরিষ্কার করতে যাবেন না। ফোন পরিষ্কার করার সময় ডিভাইস অফ করে নেওয়াই ভাল। ফোনের ডিসপ্লে পরিষ্কার করার ক্ষেত্রে নরম কাপড়, তুলো বা ওয়াইপস ব্যবহার করতে পারেন। ফোনের চার্জিং পয়েন্ট এবং হেডফোনের জ্যাক লাগানোর জায়গাতেও ধুলো জমে। এই ধুলো পরিষ্কারের জন্য টুথপিকের উপর অল্প তুলো লাগিয়ে তা ব্যবহার করুন। ফোনের স্ক্রিন পরিষ্কারের ক্ষেত্রে কোনও স্প্রে ব্যবহার করতে পারেন। তবে সরাসরি কোনও স্প্রে ফোনের স্ক্রিনে ব্যবহার না করাই ভাল। ভেজা হাতে ফোন পরিষ্কার করবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে।