দেশবাসীর গোপন নথি পাচার হচ্ছিল বিদেশে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ৩৪৮টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করল মোদি সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনগুলি।
তথ্যপ্রযুক্তি আইন ৬৯এ মেনে এই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
অভিযোগ, এই অ্যাপের মাধ্যমে বিদেশের সার্ভারে ভারতীয়দের তথ্য পাচার করা হচ্ছিল।
পরবর্তীকালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ক্রাফটন নিয়ে আসে BattleGrounds Mobile India।দেশবাসীর তথ্য পাচারের অভিযোগে যা ব্যান করেছে কেন্দ্রীয় সরকার।