Image Source: PIXABAY

ছোট-বড়, খুদে বা বয়স্ক, পাকা চুলের সমস্যা এখন 'প্রায় ঘর ঘর কি কহানি' ।

ব্যক্তিভেদে পাকাচুলের কারণ আলাদা হতে পারে। কিন্তু এই সমস্যা মোকাবিলার উপায়?

অনেকের বিশ্বাস, তুলসি দিয়ে তৈরি 'হেয়ার মাস্ক' পাকা চুলের সমস্যা নিয়ন্ত্রণে কার্যকরী।

এছাড়া চা পাতাও অনেকের ক্ষেত্রে এই সমস্যা মোকাবিলায় কাজে দিতে পারে।

বিশেষজ্ঞদের অনেকে, আমলা ব্যবহারের পরামর্শও দিয়ে থাকেন। প্রাকৃতিক Astringent হিসেবে এটি চুলের রং ধরে রাখতে সাহায্য় করে।

কারও কারও ক্ষেত্রে উপকারী হতে পারে পেঁয়াজের রস।

এবার আসা যাক নারকেল তেলের কথায়।

নারকেল তেলের মধ্যে থাকা ময়শ্চারাইজার, বায়োটিন এবং অন্যান্য পদার্থ পাকা চুলের সমস্যা সমাধানে দারুণ কাজে দেয়।

তবে সকলের ক্ষেত্রে সব উপাদান একই রকম ফয়দা নাও দিতে পারে।

তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোনোই ভাল।