স্বাধীনুতা দিবস উপলক্ষ্যে সেল দিচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন, এই দুই ই-কমার্স সংস্থা। এর পাশাপাশি সেল দিচ্ছে শাওমি সংস্থাও। ছাড় থাকছে স্মার্টওয়াচেও। শাওমি, ফ্লিপকার্ট ও অ্যামাজনের সেলে স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য ডিভাইসেও ছাড় রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টওয়াচ কতটা কম দামে পাওয়া যাচ্ছে। রেডমি স্মার্ট ব্যান্ড প্রো স্পোর্টস ওয়াচ Mi.com-এ পাওয়া যাচ্ছে ২৯৯৯ টাকায়। Amazfit Zepp E এই স্মার্টওয়াচে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৭৯৯৯ টাকায়। নয়েজ কালারফিট প্লাস স্মার্টওয়াচ অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১৪৯৯ টাকায়। BoAt Wave Lite- এই স্মার্টওয়াচ অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ১৪৯৯ টাকায়। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪- এই স্মার্টওয়াচের দাম ২৯,৯৯৮ টাকা। তবে ১০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ। স্মার্টফোন ও স্মার্টওয়াচ ছাড়াও ল্যাপটোপ, হেডফোন ও অন্যান্য গ্যাজেটেও থাকছে ছাড়।